জামালপুর, ২৪ ফেব্রুয়ারি,প্রয়াস নিউজ : জামালপুরে পৃথক ঘটনায় দু’জনের স্পর্শকাতর মৃত্যু হয়েছে। জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ কৈডোলা গ্রামের বখাটে ছেলে সবুজ(৩৫) এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা ইমান আলী নিজের বাড়ি ছেড়ে মেয়ে রাজিয়ার বাড়িতে দুই বছর ধরে আত্মগোপনে ছিলেন। আজ বুধবার দুপুরে ছেলে সবুজ পিতা ইমান আলীকে মেয়ে রাজিয়ার বাড়ি থেকে ডেকে রাস্তার উপর নিয়ে পিতাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মহব্বত কবীর জানান, ঘটনার পর থেকে ঘাতক ছেলেকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। ইমান আলীর লাশ মর্গে প্রেরণ করেছে।
অপরদিকে জামালপুর সদর উপজেলার নান্দিনার রনরামপুর গ্রামে নয় মাসের শিশু মিরাজকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ ঘাতক দাদী আঙ্গুরী বেগম (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মা মনিরা বেগমের মেয়ে মিরাজকে সৎ শ্বাশুড়ী আঙ্গুরী বেগমের কাছে রেখে গোসল করতে যায়। এ সুযোগে দাদী আঙ্গুরী বেগম মিরাজের মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে। গোসল শেষে মা মনিরা বেগম ফিরে এসে ছেলে মিরাজকে মৃত্যুর যন্ত্রনায় ছটফট করতে দেখে ডাক্তারের কাছে নেয়। ডাক্তার বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। শিশু মৃত্যুর খবরে বিক্ষুব্দ এলাকাবাসী দাদী আঙ্গুরী বেগমকে আটকে রেখে পুলিশে দেয়। এ ঘটনায় শিশুটির মা মনিরা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ লাশ উদ্ধার শেষে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ধারণা করা হচ্ছে-পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।