ইউটিউব ব্যবহারের মজার কিছু কৌশল
প্রযুক্তি বিশ্ব : ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে পৃথিবীর জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানে রয়েছে ইউটিউব। এতে একজন ব্যবহারকারী গান, চলচ্চিত্র, বিভিন্ন শিক্ষণীয় ভিডিও ইত্যাদি পেয়ে থাকেন।
ব্যবহারকারীদের জন্য ক্রমান্বয়ে নানা ধরনের সুবিধা নিয়ে আসছে ইউটিউব। বিশাল এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহারের কিছু কৌশল জানা থাকলে সেগুলো যেকারও জন্যই তা অনেক সহায়ক হবে। ইউটিউব আপনার কাছে হয়ে উঠবে আরও উপভোগ্য।
এরকম কয়েকটি কৌশল হলো-
শুধু কি-বোর্ড ব্যবহার
ইউটিউব ব্যবহারের জন্য আপনাকে সবসময় মাউস ব্যবহার না করলেও চলবে। তবে সেক্ষেত্রে কি-বোর্ডের ব্যবহার জানতে হবে। আপনি যদি স্ট্যান্ডার্ড মডেলে ইউটিউব ব্যবহার করেন তাহলে কি-বোর্ডের শর্টকাটগুলো হবে নিচের মতো-
কি-বোর্ডের কে (K) বাটনের সাহায্যে আপনি ভিডিও শুরু এবং থামিয়ে রাখতে পারবেন। জে (J) এবং এল (L) -এর সাহায্যে ভিডিও যথাক্রমে ১০ সেকেন্ড ব্যাকওয়ার...