Shadow

কমলনগরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা।

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃলক্ষ্মীপুরের কমলনগরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা করা হয়েছে।সরকারের বেধে দেয়া দামের চেয়েও অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে উপজেলার হাজির হাট বাজারে মেসার্স চৌধুরী ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।২৩ আগষ্ট দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়েও অধিক দামে সার বিক্রয় করা হচ্ছে এমন খবর পেয়ে এই অভিযান চলানো হয়। ইউরিয়া ও টি এস পি সার প্রতি কেজি ২২ টাকা করে বিক্রি করার কথা থাকলেও প্রতি কেজি ২৫থেকে ২৭ টাকা বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলার হাজির হাট বাজারের মেসার্স চৌধুরী ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান কে অতিরিক্ত দামে সার বিক্রির কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং কৃষকের অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়।আমদের এই অভিযান অব্যাহত থাকবে।