Shadow

কমলনগরে কৃষকের ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ভোধন। 

বিশেষ প্রতিবদক  :লক্ষ্মীপুরের  কমলনগর কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ভোধন হয়েছে।
বৃহস্পতিবার(৩০ মে) বিকালে হাজির হাট খাদ্য গুদামে কৃষক মো. জসিম উদ্দিন  এর কাছ থেকে  ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রম শুরু  করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।  উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (হাজিরহাট এলএসডি) শাহিন মিয়া,
কমলনগর প্রেসক্লাব সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ সভাপতি ফয়েজ মাহমুদ, সাধারণ সম্পাদক এ আই তারেক, সাংবাদিক আমজাদ হোসেন আমু।
, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (হাজিরহাট এলএসডি) মো: শাহিন মিয়া বলেন,উপজেলার ৯ টি ইউনিয়নে কৃষকদের মাঝ থেকে ১৭৯ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা দরে ১২০০(এক হাজার দুই শত)টাকা মন কেনা হবে এই ধান।
কৃষকরা জানান, কোন মাধ্যম ছাড়া সরাসরি গুদামে ধান দিতে পেরে  আমরা সন্তুষ্ট ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মহসিন  বলেন,  কৃষকদের কাছ থেকে কেনা হবে এই ধান। ধান বিক্রি করতে এসে কৃষক যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের বিশেষ  নজরদারি থাকবে।