Shadow

জলঢাকায় পূর্ব ঘোষনা ছাড়াই স্কুল বন্ধ শিক্ষার্থীদের ভোগান্তি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জলঢাকায় বিদায়ী সংবর্ধনার কারণে পূর্ব ঘোষনা ছাড়াই আজ রোববার গোটা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বন্ধ রয়েছে । এতে করে সকল শিক্ষার্থীরা স্কুলে গিয়ে ফেরত এসেছে। গতকাল শনিবার বিকেলে প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে সংশ্লিষ্ট অফিসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী অনুষ্ঠানে এক দিনের ছুটি ঘোষনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এ কারণে টানা দুই দিন শিক্ষকরা ছুটি কাটানোর পরেও আজ ২৪৯ টি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বন্ধ রয়েছে। সামনে বার্ষিক পরিক্ষা এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার মারাত্মক ক্ষতি হবে বলে মনে করছে অবিভাবকরা। অন্যদিকে বাড়তি ছুটি পেয়ে শিক্ষকরা বেশ আনন্দে সময় কাটাচ্ছেন। এ ব‍্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন কিছু সংখ্যক শিক্ষক রাত জেগে সংবর্ধনার আয়োজন করেছে তাই সংরক্ষিত ছুটি নিয়েছে । প্রাধনমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও সামনে বার্ষিক পরিক্ষা থাকা সত্ত্বেও হঠাৎ এ সংরক্ষিত ছুটি কতটা যৌক্তিক না ক্ষমতার অপব্যবহার তা ক্ষতিয়ে দেখতে জোর দাবি জানিয়েছে সচেতন অবিভাবক মহল।