Shadow

জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদে শহীদ মিনারের আনুষ্ঠানিক  উদ্বোধন

মোঃমশিয়ার রহমান নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় কৈমারী মডেল ইউনিয়ন পরিষদে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন, বৃক্ষরোপন কর্মসূচী ও কৈমারী হাট বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে জনবহুল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে । ইউনিয়ন পরিষদের সার্বিক আয়োজনে গতকাল শনিবার দুপুরে পরিষদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান নয়ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনারুল কবির রতন, ওসি তদন্ত আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাহামুদুর হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউপি সচিব রশিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বসুনিয়া, ১নং ইউপি সদস্য তবিবুল ইসলাম, ২নং ইউপি সদস্য জবেদুল ইসলাম, ৩নং ইউপি সদস্য প্রমথ চন্দ্র রায়, ৪নং ইউপি সদস্য শাহিন ইসলাম, ৫নং ইউপি সদস্য আলমগীর হোসেন,৬নং ইউপি সদস্য জোনাব আলী জনি , ৭ নং ইউপি সদস্য ঝড়িয়া চন্দ্র রায় সরকার, ৮নং ইউপি সদস্য হাফিজুল ইসলাম , ৯নং ইউপি সদস্য মহসিন আলী বিএ, সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারী বেগম, মায়া রানী শীল, রাজিয়া সুলতানা ও ইউএসএস জলঢাকা এর কমিউনিটি ফেসিলিটেটর আজপিয়া আক্তার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মাহবুব হাসান নয়ন বলেন, কৈমারী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবী ছিল হাট বাজারসহ জনবহুল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করনের। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে ডিজিটাল শহীদ মিনার স্থাপন করা হলো এবং সিসি ক্যামেরার আওতায় কৈমারী বাজারের নিরাপত্তা সুরক্ষিত করা হলো। এটি অত্র ইউনিয়নবাসীর জন্য উন্নয়নের মাইল ফলক হয়ে থাকবে এবং মানুষের জানমাল নিরাপত্তায় ব্যাপক ভুমিকা রাখতে সক্ষম হবে।