Shadow

জলঢাকায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে প্রচারণা থানা পুলিশের।

মোঃমশিয়ার রহমান জলঢাকা, নীলফামারী,প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল চালকরা বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ হেলমেট না পরেই গাড়ী চালানোর কারণে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের লাগাতার অভিযানে ওই সকল মোটর সাইকেল আটক করে মামলা দায়ের ও জরিমানা আদায় করা হত। বর্তমানে জলঢাকা সড়কের চিত্র পাল্টে যাওয়ায় এবার হেলমেট পরিহিত মোটর সাইকেল চালকদের জেলা পুলিশের নির্দেশনায় রজনীগন্ধা ফুলের স্টিক,লিফলেট ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জলঢাকা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার (২৪ অক্টোবর) দিনব্যাপী এ কাজের উদ্বোধন করেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির ও ট্রাফিক সার্জেন পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম। এতে জলঢাকার ট্রাফিকমোড় বঙ্গবন্ধু ম্যুড়াল চত্তর সহ কয়েকটি স্থানে এ কাজ পরিচালিত হয়। এসময় পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রহিম, এস,আই পলাশ অধিকারী, নিত্যানন্দ রায় সহ ট্রাফিক সদস্যরা উপস্থিত ছিলেন।