Shadow

ডিমলার সোনাখুলীতে প্রাইজমানি ফুর্টবল টুর্নামেন্টর প্রথম রাউন্ডের ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত।

মোঃমশিয়ার রহমান নীলফামারী।

খেলাধুলায় মনোনিবেশ মাদকমুক্ত পরিবেশ,মাদককে না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি,চলো সবাই ফুর্টবল খেলা দেখি এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন সোনাখুলী হাজী জহরতুল্ল উচ্চ বিদ্যালয় মাঠে ২রা নভেম্বর বুধবার বিকেলে ফারহান-মুশফিক-সোহেল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের১ম রাউন্ডের ৪র্থ ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।সোনাখুলী ফুটবল একাডেমি এ খেলার আয়োজন করে। খেলা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ ঝুনাগাছচাপানী দুদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনজুরুল আলম মন্টু। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ডাঃহেলাল উদ্দিন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ং ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবায়ক মতিউর রহমান চৌধুরি দলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, মাহবুবর রহমান ডাবলু সাবেক বন কর্মকর্ত,বাংলাদেশ জাতীয়তাবাদী যবদলের ঝুনাগাছচাপানী শাখার আহবায়ক মমিনুর রহমান সাদ্দাম, সদস্য সচিব জিল্লুর রহমান,ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবলু ইসলাম,জাতীয়তাবাদী বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃরাজ্জাক, মোজাফফর হোসেন বিশিষ্ট সমাজসেবক ঝুনাগাছচাপানী প্রমূখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃআব্দুল মাতিন পল্লী চিকিৎসক ঝুনাগাছচাপানী, ডাঃমশিউর রহমান সভাপতি শালতলা দাখিল মাদ্রাসা, মাহবুবার রহমান হোমিওপ্যাথিক চিকিৎসক চাপানী।১ম রাউন্ডের ৪র্থ ম্যাচে গোলমুন্ডা খেলোয়াড় কল্যান পরিষদ বনাম গঙ্গাচড়া ফুটবল একাদশ খেলায় অংশ গ্রহন করে। এতে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ হওয়ায় গোলমুন্ডা খেলোয়াড় কল্যান পরিষদ৩-০গোলে গঙ্গাচড়া ফুটবল একাদশ কে পরাজিত করে বিজয়ী হয়। কর্তৃপক্ষ জানায় নক আউট পদ্ধতিতে ১৬টি দল এ খেলায় অংশ গ্রহন করবে। আজকে ১ম রাউন্ডের ৪র্থ শেষ ম্যাচ খেলাটি অনুষ্টিত হলো।খেলায় ভার্ষকার ছিলেন,উত্তর জনপদের আলোরন সৃষ্টিকারী ভার্ষকার এম,এ মতিন নীলফামারী, স্হানীয় হাবিবুর রহমান হাবীব।মাঠের চতুদিকে খেলা প্রেমিক হাজার হাজার দর্শনের উপচে পড়া ভীর লক্ষনীয়।সার্বিক সহযোগিতায় ও আয়োজনে সোনাখুলী ফুটবল খেলা কমিটির সকল সদস্য বৃন্দ।