Shadow

ডিমলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন।

নীলফামারী প্রতিনিধি):- নীলফামারী ডিমলা উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২২ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ই এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন”র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযুদ্ধা তবিবুল ইসলাম। ভাইস চেয়ারম্যান, বাবু নীরেন্দ্রনাথ রায়। উপজেলা কৃষি কর্মকর্তা, (কৃষিবিদ) সেকেন্দার আলী। মৎস্য কর্মকর্তা, শামীমা আক্তার। সমাজসেবা কর্মকর্তা, নুরুন নাহার (নুরী)। প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত), ডাঃ সাইদুর রহমান। মাধ্যমিক শিক্ষা অফিসার, আব্দুল হালিম। ডিমলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, মোখলেছুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ্ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম, মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান যাদের বলিষ্ঠ নেতৃত্বে মুজিবনগর সরকার পরিচালনার মাধ্যমে দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। উপস্থিত সকলে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আরো বলেন, ”জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”র ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে পাকিস্তানি শোষকগোষ্ঠীর বিরুদ্ধে মুক্তি সংাগ্রামের যে পথ চলা শুরু হয়, ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে তা প্রতিষ্ঠানিক রূপ লাভ করে।

উল্লেখ, মহান মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো। শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি এবং তাজ উদ্দিন আহমেদ প্রধান মন্ত্রী নিযুক্ত হন।