Shadow

ভোলায় নিহত রহিম-আলমের পরিবারের পাশে কেন্দ্রীয় বিএনপি

শরীফ হোসাইন ॥ পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছেসেবক দলের সদস্য আ. রহিমের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ প্রতিনিধি দল। হরতাল প্রত্যাহারের ঘোষণার পর নিহতদের বাড়ীতে যান নেতৃবৃন্দ।
ভোলা শহরের ৫নং ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকায় নুরে আলমের বাড়িতে যান নেতারা। এ সময় নিহতের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। একমাত্র সন্তানকে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। বিএনপির প্রতিনিধি দল নিহতদের পরিবারকে শান্তনা দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এর আগে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নিহত রহিমের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেছেন নেতারা। এ সময় রহিমের স্ত্রীয় ও সন্তানদের সাথে সাক্ষাত করেন তারা। সেখানেও একই পরিস্থিতির অবতারনা ঘটে। কান্নায় ভেঙ্গে পড়েন রহিমের স্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতদের স্ত্রী ও সন্তানদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।