Shadow

মাদকাশক্ত নিরাময় কেন্দ্রের সর্বোচ্চ সম্মাননা পেলেন রংপুরের ২টি প্রতিষ্ঠান

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আওতাভূক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূরক্ষা সেবা বিভাগ কর্তৃক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সর্বোচ্চ সম্মাননা পেলেন রংপুরের ২টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হলো স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও স্বপ্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। প্রতিষ্ঠানের উন্নয়ন ও রোগীর সেবার মান বাড়ানোর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে মাদকাশক্ত নিরাময় কেন্দ্রের জন্য বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সম্মাননা সূচক অনুদান প্রদান করা হয় স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ ও স্বপ্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে। গত ১২মে বেলা ১২ টায় জেলা প্রশাসকের হলরুমে সম্মাননা সূচক অনুদানের চেক প্রদান করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এবং পুলিশ সুপার ফেরদৌস আলি চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এড. ছাফিয়া খানম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক আলী আসলাম। অনুদানের চেক গ্রহণ করেন স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও স্বপ্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিগণ। এ ব্যপারে স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুুম বলেন, মাদকাসক্তি কেন্দ্রে কাজ করায় বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা পাওয়ায় আমরা খুবই খুশি, আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই মাদকাশক্তি কাজে সেবার মান বৃদ্ধি করার জন্য এবং আমাদের সম্মান দেয়ার জন্য। আমার ভবিষ্যতে সেবা ক্ষাতে আমাদের ভূমিকা বাড়িয়ে দিবো।##