Shadow

রাতের আধারে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে আটক, লাখ টাকা জরিমানা

সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি: দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় তখন সাধারণ ভোক্তা চাহিদা মেটাতে সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য নায্যমূল্যে বাজারে সরবরাহ ডিলারদের মাধ্যমে। যাতে সাধারণ মানুষকে পণ্য কিনতে হিমশিম খেতে না হয়। কিন্তু কিছু অসাধু ডিলাররা পরবর্তীতে অধিক দামে টিসিবির পণ্য বিক্রি করবে এমন লোভে টিসিবির পণ্য পাচার করে অন্যত্র মজুদ করে রাখে। টিসিবির পণ্য পাচারের এমনই এক ঘটনা ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের কহুলী গ্রামে।স্থানীয়রা জানান, কহুলী ইউনিয়ন পরিষদ চত্বরে ২৫ আগষ্ট বৃহস্পতিবার টিসিবির পণ্য বিক্রি করা হয়। এসময় সেখান থেকে মেসার্স জান্নাতুল রিয়া এন্টারপ্রাইজের লোকজন টিসিবির পণ্যগুলো সরিয়ে ফেলে। রাতের আধারে ওই মালামাল অটোভ্যানে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে উপজেলা প্রশাসন কে খবর দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুসরাত সেখানে উপস্থিত হয়ে উক্ত স্থান থেকে ৭৮ লিটার তেল, ৩৪ কেজি ডাল ও ২৭ কেজি চিনি উদ্ধার করা করে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী মেসার্স জান্নাতুল রিয়া এন্টারপ্রাইজ কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুসরাত। এমন ঘটনা পরবর্তীতে কেউ ঘটালে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, ইউএনও শিফা নুসরাত। পরে উপস্থিত দরিদ্র জনতার মাঝে নায্যমূল্য টিসিবির পণ্য বিক্রয় করা হয়।