Shadow

লক্ষ্মীপুরে পাগড়ি পেলেন ১০ হাফেজ

মোঃ আরিফ হোসেন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

জেলায় স্বীকৃতিস্বরুপ ১০ জন আল-কুরআনের হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। শনিবার ( ১ জানুয়ারী ) রাত ৮টার দিকে ৭ নং বশিকপুর ইউনিয়নের ইমামগঞ্জ নাগের হাট নুরাণী মাদ্রাসা ও দারুল হাবীব মুজাদ্দেদিয়া মাদ্রাসা এবং এলাকা বাসীর উদ্যােগে
ইসলামী বয়ান অনুষ্ঠানের মাধ্যমে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মুহাম্মদ কায়কোবাদ সাহেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়।

হাফেজদেরকে পাগড়ি পরিয়ে দেন মাদ্রাসার বার্ষিক ইসলামী বয়ানের প্রধান আলোচক ঢাকা মোহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবীয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব হযরত মাওঃ মনিরুজ্জামান আল _ কাদেরী সাহেব

হাফেজরা হলেন লক্ষ্মীপুর বিভিন্ন স্থানের বাসিন্দা।

বক্তারা বলেন, কুরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কুরআনের প্রত্যেকটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুরকণ্ঠে কুরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাদেরকে দেখে সবাই কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।