Shadow

লক্ষ্মীপুরে মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত…

মোঃ আরিফ হোসেন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ঃ ”

চেতনায় নারী-বিপ্লবে- নারী গনতন্ত্র ফেরাতে আমরাই পারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি মহিলা দলের নেতৃত্বে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১২ জানুয়ারী সকাল ১০ বিএনপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধকের আসনে থেকে বক্তব্য প্রদান করে, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য,আবুল খায়ের ভুইঁয়া, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি-র প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী দল মহিলা দলের এড.সাহানা আক্তার সানু,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.হাছিবুর রহমান। সাবেরা আনোয়ারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ প্রচার সম্পাদক লুৎফা খাতুন সপ্না। এসময় আরো উপস্থিত ছিলেন, এড.হাফিজুর রহমান,নিজাম উদ্দিন ভূইঁয়া,এড.সাইফুল ইসলাম শাহিন,আনোয়ার হোসেন বাচ্চুসহ প্রমুখ। উক্ত সম্মেলনে লক্ষ্মীপুরের গুম, খুন,মামলা-হামলা ও বিভিন্ন নির্যাতনের শিকার হওয়া নেতা কর্মীদের মা-বোন-স্ত্রী সহ নারী কর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে জেলার বিভিন্ন ইউনিট থেকে মহিলাদের নেত্রীর উপস্থিত ছিলেন।
পরে ১১ জনের নাম উল্লেখ করে ৭১ সদস্যের জেলা মহিলাদলের কমিটি ঘোষনা করেন, আফরোজা আব্বাস। কমিটির সভাপতি সাবেরা আনোয়ার, সম্পাদক ফাতেমা আক্তার সুমি,সাংগঠনিক সম্পাদক নয়ন মেম্বার।