Shadow

ব্লাসফেমির অভিযোগ উঠেছে লেখকের বিরূদ্ধে

২৯ মার্চ ২০২২ তারিখে ঢাকার পুরানা পল্টনের আমেদের প্রকাশনীর প্রকাশিত একটি বই বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা নিন্দা করেছে। বইটির নাম ‘আমার সরলতা’ এবং এর লেখক মোঃ রুহুল আমিন জাহেদ।

প্রতিবাদকারীরা দাবি করেন যে লেখক, যিনি একজন মুসলিম, বইতে দাবি করেছেন যে ছোটবেলায় মেসাব লেখককে ধর্ষণ করেছিল। তার অন্য দাবিগুলো হলো ইসলাম যেহেতু পুরুষ ও ছেলেদের মধ্যে যৌন সম্পর্ক নিষিদ্ধ করে না, তাই বাংলাদেশে `শিশু ধর্ষক ইমামের` সমস্যা রয়েছে। এছাড়াও নবী মুহাম্মদের মৃত্যুর 200 বছর পরে আসা হাদিসের কারণে ইমামদের দ্বারা যুবতী মাদ্রাসার মেয়েদের ধর্ষণ করা হয়েছে।

লেখকের আরও কিছু দাবি আছে যেগুলোকে প্রতিবাদকারীরা বাজে কথা বলে উড়িয়ে দিচ্ছে। এ বই প্রকাশ করায় প্রকাশকের ওপর ইমামরা ভীষণ ক্ষুব্ধ। তাঁরা এই বিষয়ে ক্ষুব্দ এবং দ্রুত পুলিশি ব্যবস্থার দাবী করছেন। তাঁরা বইটি পুড়িয়ে ফেলতে বলছে এবং সমাজে অশুভ ছড়ানোর চেষ্টা করার জন্য লেখককে খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবী করছেন।

এই ঘটনাটিতে আরো তথ্য আসছে আমরা নতুন তথ্য পেলে আপনাদের আপডেট দিব।