Shadow

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন করলেন কমলনগর উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটি ।

কমলনগর,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর কমলনগর উপজেলা আওয়ামী লীগে র নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

২১মে শনিবার ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সভাপতি মিঞা মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু প্রমুখ।

পরে আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের দলীয় কার্যালয়ের আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ (এমপি) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার ৯টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২,১৩ মে কমলনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।