ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের এক মুক্তিযোদ্ধার জমি জবর দখলে নিতে পায়তারা চালাচ্ছে স্থানীয় একটি ভূমিদস্যু গ্রুপ। জমি পাওনা দাবী করে ঐ ভূমিদস্যু গ্রুপটি এ পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী ঐ মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা আবুল বাছেদ অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের পুরুষ্কার হিসাবে সরকার তাকে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মৌজার ৭৫ শতাংশ জমি দান করেছেন। ঐ জমি ভোগ দখল করেও আসছেন তিনি। ঐ ভূমিদস্যু সায়েদ গং নিজেদের জমি পাওনা দাবী করে ঐ জমি জবর দখলে নিতে বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছেন। এ নিয়ে ভূমিদস্যু সায়েদ গং সদর উপজেলা ভূমি এ্যাসিলেন্ড বরাবর বন্দোবস্ত ৮২-ভো/ ৯৯/২০০০। ৮৭১ নং খতিয়ানটি বাতিলের জন্য মামলা দায়ের করেছেন। এ্যাসিলেন্ড কাগজপত্র ব্যাপক পর্যালোচনা করে মুক্তিযোদ্ধা বাছেদের জমি সঠিক বলে জানান। পরে এ্যাসিলেন্ড মামলাটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠান। উপজেলা নির্বাহী অফিসার দুপক্ষের উপস্থিতিতে শুনানী করে মুক্তিযোদ্ধা বাছেদের পক্ষে খতিয়ান বহাল রেখেছেন বলে তিনি জানান। এমনকি মুক্তিযোদ্ধা বাছেদ জমির অংশ সরকারী সার্ভেয়ার দ্বারা পরিমাপের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। এদিকে মুক্তিযোদ্ধা বাছেদ অভিযোগ করেছেন, ভূমিদস্যুরা তাকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা হিসাবে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।