Shadow

ভোলায় ইমামের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন : জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের একটি জামে মসজিদের ইমামসহ কয়েকজন নিরীহ ব্যক্তিকে জড়িয়ে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ০৩ নং ওয়ার্ডের কালু শিয়ালীর স্ত্রী ইয়াছমিন বেগম বাদী হয়ে এ ধর্ষণ মামলাটি দায়ের করেছেন। মামলায় উত্তর দিঘলদী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন ও তার চাচাতো ভাই হুমায়ুন কবির এবং আহসানকে বিবাদী করা হয়েছে।
ভূক্তভোগী মাওলানা রুহুল আমিন সাংবাদিকদের জানান, কালু শিয়ালীর স্যালক আমিরুল ইসলাম মিলন, ফরিদ ও সহিদুল এর সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমির প্রকৃত কাগজপত্রে আমিরুল ইসলাম গংদের কোন জমি পাওনা না থাকা সত্ত্বেও তারা প্রভাব খাটিয়ে আমাদের প্রকৃত জমি জবর দখলে নেয়ার জন্য কয়েক বছর ধরে পায়তারা চালাচ্ছে। তাদের সাথে স্থানীয় কয়েকটি ভূমিদস্যু গ্রুপ এক হয়ে এসব কাজ করছে। সর্বশেষ প্রতিশোধ নিতে আমিরুল ইসলাম গং তাদের বোন ইয়াছমিন কে দিয়ে আমাদের বিরুদ্ধে  আদালতে মিথ্যা ধষণ চেষ্টা মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে ভোলা থানা পুলিশকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সে অনুযায়ী ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত সহিদুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাপক তদন্ত করলে ঘটনাটি মিথ্যা ও সাজানো নাটক হিসাবে প্রমান পায় তদন্তকারী কর্মকর্তা। ওই আলোকে পরে তিনি আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। ইতিপূর্বে আমিরুল ইসলাম মিলন বাদী হয়েও তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তনাধীন আছে। মাওলানা রুহুল আমিন আরও জানান, বাদী পক্ষ আরও নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে। স্থানীয় মুসুল্লীগণ এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। তারা ঘটনার সঠিক বিচার দাবী করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *