Shadow

কমলনগরে রাতের আধারে সন্ত্রাসী হামলায় আহত-১।

কমলনগর প্রতিনিধিঃ কমলনগরে তোরাবগন্জ গ্রামে রাতের আধারে বয়স্ক লোকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

১৫ মে (শনিবার) রাত ৮ ঘটিকার সময় ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নুর নবী  নামের এক বয়স্ক ব্যাক্তিকে কুপিয়ে আহত করার অভিযোগ স্থানীয় কামাল মাঝিসহ তার অনুসারিদের বিরুদ্ধে।

পরে আহত নুরনবী বলু শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে কামাল মাছি তার লোকজন নিয়ে পালিয়ে গেলে আহত নুর নবীকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকাবাসি।

আহত নুর নবী বলেন, মাগরিবের পর আমি দোকানে চা খেতে যাওয়ার পথে এলাকার আলী উল্লার ছেলে- কমাল মাঝি, নুরুল আমিনের ছেলে সাদ্দাম,মামুন, তাজল হকের ছেলে মতিন মাঝি নুরুল হুদা, খলিলের ছেলে মহিনসহ সংঘবদ্ধ প্রায় ৮/১০ জনে আমাকে কুপিয়ে জখম করে প্রাণে হত্যার চেষ্টা চালায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামাল মাঝি কে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কমলনগর থানার পুলিশের উপপরিদর্শক ( এস আই) আনিছুর রহমান জানান,গটনাটির অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।