Shadow

প্রথম আলোর সাংবাদিক রোজিনা কে গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কমলনগরে প্রতিবাদ সভা ।

আরিফুল ইসলাম, কমলনগর, লক্ষ্মীপুর।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে শাহবাগ থানায় হস্তান্তর করে মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুর কমলনগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কমলনগর প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের আয়োজনে মঙ্গলবার বিকালে স্থানীয় প্রেসক্লাবে এই কর্মসূচি পালন করা হয়।

কমলনগর প্রেসক্লাব আহবায়ক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এ আই তারেক এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাব সিনিয়র সদস্য মোঃ ফয়েজ মাহমুদ, মোঃ মাহফুজুর রহমান,শোরাফ উদ্দিন স্বপন, ইমামুজ্জামান বাশার,শাহাদাত হোসেন সুমনসহ অন্যান সদস্য বৃন্দ।

মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন কমলনগর রিপোর্টোর্স ক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ নুর হোসেন, দপ্তর সম্পাদক শ্রিবাস মজুমদারসহ বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ সময় বক্তারা বলেন, প্রথমআলো’র সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি দিতে হবে এবং তাঁকে হেনস্তাকারীদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

সাংবাদিক রোজিনা ইসলাম গত কালকে সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে বিকেল তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে একটি কক্ষে পাচ ঘন্টা আটক করে রাখেন । পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ রোজিনা ইসলাম কে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আগামি বৃহস্পতিবার মামলার জামিনের শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *