Shadow

লক্ষীপুরের কমলনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।

আনোয়ার হোসেন, প্রয়াস নিউজ  :লক্ষ্মীপুর কমলনগরে শনিবার(৫ জুন) দিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রাণি সম্পদ অধিদপ্তরের আওতায়, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে এই প্রদর্শনী ও আলোচনা সভা আয়োজন করেন কমলনগর উপজেলায়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি ও কমলনগর আসনের মাননীয় সাংসদ সদস্য মেজর (অব) আবদুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম নুরুল আমিন মাষ্টার, সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, স্থানীয় সাংসদ সদস্য পুত্র তাসফিক মান্নান,আওয়ামী লীগ নেতা আবদুর জাহের সাজু, উপজেলা মৎস্য কর্মকতা আবদুল কুদ্দুছ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আক্তারুজ্জামান।