Shadow

সন্ধান চাই: যশোর থেকে নিখোঁজ কিশোর রহিমের। 

রিপন রানা বরিশাল : সন্ধান চাই: যশোর থেকে নিখোঁজ কিশোর রহিম শেখের,খোঁজ পেলে ০১৯০৯৮৩৪৮৪৩ অথবা০১৯০২৫১৮৭৯৭,নম্বারে জানান। বেনাপোলপোর্ট, শাখারীপোতা নিজের বাড়ী থেকে নিখোঁজ হল এক কিশোর।রহিম শেখ (২০) নামে এই কিশোর ১৫/৯/২০২১ তারিখ শুক্রবার দুপুর ১ ঘটিকা সময় নিখোঁজ হয়।রহিমের মা বাদী হয়ে যশোর, কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৫/৯/২০২১ তারিখ বেলা আনুমানিক ০১:০৫ মিনিটে সময় আমার বর্তমান ঠিকানার বাড়ী হইতে বেনাপোল তার মামা রবিউল এর বাড়ীতে যাইতেছে বলিয়া বাহির হইয়া যায়।একপর্যায়ে ১৯/০৯/২০২১ তারিখ সকাল আনুমানিক ০৯: ৩০ ঘটিকা সময় ১ নং আসামী আমার ছেলে রহিম শেখ এর কাছে থাকা মোবাইল থেকে ০১৯০৯৮৩৪৮৪৩ ফোন করিয়া আমাকে জানায়, আমার ছেলে বরিশালে তার নিকটে আছে তাদেরকে ৫০,০০০/=(পঞ্চাশ হাজার) টাকা দিলে আমার ছেলেকে ছাড়িয়া দিবে বলে।আসামীদ্বয়ের দাবীকৃত ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা না দিলে আমার ছেলেকে ছাড়িবে না বলে হুমকি দিয়ে মোবাইলের সংযোগ কাটিয়ে দেয়।
১৯/৯/২০২১ তারিখ বিকালে পূনরায় ছেলের সাথে কথা বলার জন্য আমি ফোন করিলে ছেলের ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। ২২/৯/২০২১ তারিখ বিকাল আনুমানিক ০৫:০০ঘটিকায় এবং একই তারিখ রাত্র আনুমানিক ১১:২৬ মিনিট সময় উক্ত আসামীদ্বয় তাদের মোবাইল থেকে ০১৯০৯৮৩৪৮৪৩ ফোন করিয়া পূনরায় ৫০,০০০/=(পঞ্চাশ হাজার) টাকা দাবি করিয়া তাদের উক্ত মোবাইল নাম্বারে বিকাশ করিয়া দিতে বলে।ঐ সসম আমি অসহায় দরিদ্র লোক বলিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করিয়া আসামীদ্বয়ের ঠিকানা জানতে চাইলে দেয় নাই। টাকা না দিলে আমার ছেলেকে ছাড়িয়া দিবে না, ছেলেকে ক্ষতি করার হুমকি দিয়াছে। আসামীদ্বয়ের নাম ও ঠিকানা জানতে চাইলে ঠিকানা দেয় নাই ও আমার ছেলের সাথে কথা বলাইয়া দিতে বলিলেও দেয় নাই। এমতাবস্থায় যশোর জেলার বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করিয়া, না পাইয়া বরিশালে চলিয়া আসি। বরিশালের বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করিয়া না পাইলে আমি আরো অসহায় হয়ে পরেছি,, যদি বরিশালের পুলিশ প্রশাসন আমার হেল্প করে তাহলে আমি আমার ছেলেকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। আমি নথুল্লাবাদ বাস স্টেশন, রুপাতলী, লঞ্চঘাট এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় খুজতে আছি দয়া করে আনার একমাত্র সন্তান রহিমকে আমার বুকে ফিরিয়ে দিন।খোঁজ পেলে ০১৯০৯৮৩৪৮৪৩ অথবা০১৯০২৫১৮৭৯৭,নম্বারে জানান দয়া করে, আমি বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার্সের সাথে কথা বললে বলেন, ঘটনা স্থান যেখানে সেখানেই অভিযোগ করুন