Shadow

ভোলার ১২ ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে ৬৬, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ৭৬৬ জনের মনোনয়ন দাখিল

ভোলা প্রতিনিধি ॥ আগামী ৫ই জানুয়ারী ২০২২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ধাপে ভোলা সদর উপজেলার ১২ ইউপির ভোট। ৫ম ধাপের ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)। মনোনয়ন প্রত্যাশীরা উৎসবমুখর পরিবেশে তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন অফিসের তথ্যমতে শেষ সময় পর্যন্ত সদর উপজেলার ১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৭ ও পুরুষ সদস্য পদে ৫৯৯ জনে মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে ভোলার আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০, পুরুষ সদস্য পদে ৩৯ জন। পূর্ব ইলিশায় চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭, পুরুষ সদস্য পদে ৬৪ জন। উত্তর দিঘলদীতে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯, পুরুষ সদস্য পদে ৬৬ জন। চর সামাইয়ায় চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১, পুরুষ সদস্য পদে ৪০ জন। দক্ষিণ দিঘলদীতে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০, পুরুষ সদস্য পদে ৫৩ জন। ধনিয়ায় চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩, পুরুষ সদস্য পদে ৪৩ জন। পশ্চিম ইলিশায় চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫, পুরুষ সদস্য পদে ৪৭ জন। বাপ্তায় চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪, পুরুষ সদস্য পদে ৫১ জন। ভেদুরিয়ায় চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩, পুরুষ সদস্য পদে ৫১ জন। ভেলুমিয়ায় চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫, পুরুষ সদস্য পদে ৫৩ জন। রাজাপুরে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫, পুরুষ সদস্য পদে ৩৮ জন। শিবপুরে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫, পুরুষ সদস্য পদে ৫৪ জনে মনোনয়ন দাখিল করেন।