Shadow

পাবনায় নির্বাচনী সহিংসতা: স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত

পাবনা প্রতিনিধি  :পাবনা সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থী মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলী নিহত (৪৫) হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ১০ জন। আজ শনিবার সকাল ৯টার সময় উপজেলার ভাঁড়ারা চারাবটতলা এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, আজ সকালে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খানের সমর্থকরা নির্বাচনী প্রচারণায় বের হন।

এসময় নৌকা প্রতীকের আবু সাঈদ খান ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলীর সমর্থকরা মিছিল নিয়ে বের হন। একপর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এতে প্রায় ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলীকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।