Shadow

রায়পুরে নবনির্বাচিত মেম্বার কতৃক সাংবাদিক লাঞ্ছিত

মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উওর চর আববিল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নবনির্বাচিত মেম্বার হযরত রাড়ী ও তার কর্মীরা শারিরীক ভাবে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেন সাংবাদিক মনসুর রহমান পাশাকে এমন অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিক মনসুর রহমান পাশা জানান –গত ২৮ই নভেম্বর নির্বাচনে ১/২/ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচনী দায়িত্ব পালন করছি ১ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে ৩ টার সময় জাল ভোটের কারনে ২ মেন্বার প্রাথী হানিফ ও কামাল এর মধ্যে মারামারী হয়। পুলিশ উভয় পক্ষ কে ছত্রবঙ্গ করে তখন আর ভোটার ছিল না তার পর কিছু মহিলা ভোটার আসে ৩/৪ পর্যন্ত শান্তি পুর্ন্য ভোট হয়। কিন্তু জাল ভোট চলে আমি প্রিসাইডিং অফিসার কে জাল ভোট বন্ধ করতে বলায়। তখন কিছু সময়ের জন্য জাল ভোট বন্ধ হয়। ইহাতে হযরত রাড়ী আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দিয়ে আসছিল। শহিদ রাড়ীর ছেলে এয়াকুব ও আমােক বিভিন্ন সময় হুমকি দিয়েছিল হাত পা ভেঙে দিবে। গত ১১ই ডিসেম্বর শনিবার অনুমানিক সকাল ১১ ঘটিকার সময় পারভেজ এর চায়ের দোকানের সামনে নব্য মেন্বার হযরত রাড়ী, এয়াকুব রাড়ী, আনোয়ার ও নয়নমিয়া সহ ৭/৮ জন আমার বাইকের সামনে দাড়ীয়ে অকাট্য ভাষায় গালি গালাজ করে প্রথমে এয়াকুব আমর জামার কলার চেপে ধরে কিল গুসি মারতে থাকে তারপর হযরত রাড়ী এবং আনোয়ার সহ আরও অনেকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। স্হানীয় লোকজন আমাকে উদ্ধার করে। পরে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িতে ফোন করলে ৫ জন পুলিশ ঘঠনা স্হল পরিদর্শন করে এবংস্বাক্ষীদের কথাশুনে এবং ঘঠনার সত্য তখন উপস্হিত সবাই স্বাক্ষীদেয় পরে রায়পুর থানায় মামলা করা হয়। রায়পুর থানা NF R 168/21 তাং ১৫/ ১২/২১ ধারা ৩২৩/৫০৬ দঃ বিঃ

এই বিষয়ে হযরত আলীর সাথে ফোন কলে একাদিক(০১৮৬৪৩৯৮৩৪৬ )বার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ সম্বব হয়নি।

উল্লেখ সাংবাদিক মুনসুর রহমান পাশা জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে সুনামের সাথে কাজ করে আসছে।