আদিল এন্টারপ্রাইজ উদ্বোধনে তানবীর হোসেন আশরাফি
শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার: রংপুরে আদিল এন্টারপ্রাইজ এর উদ্ভোধন করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর রংপুর আইন কলেজ সংলগ্ন গুপ্তপাড়ায় আদিল এন্টারপ্রাইজ এর উদ্ভোধন করা হয়। এর উদ্ভোধন করেন রংপুর মহানগর ব্যবসায়ীক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন জনাব সাদাকাত হোসেন আক্কা, সুজায়েত হোসেন শাহাজাদা, আদিল এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সাব্বির হোসেন আদিল। বাংলার চোখ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ দুলাল মিয়া। উদ্বোধক হাজী তানবীর হোসেন আশরাফী বলেন, ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণে আমরা সব সময় পাশে আছি এবং থাকব। সেই সাথে উক্ত প্রতিষ্ঠানের সর্বাঙ্গিক উন্নতি ও মঙ্গল কামনা করেন।...