গুলিবিদ্ধ ভোলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যু
চীফ রিপোর্টার॥ ভোলায় পুলিশের সঙ্গে বিএনিপর নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি-----রাজিউন)। বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ জনের মৃত্যু হলো। আলম ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ এলাকার বাসিন্দা।
টানা তিন দিন চিকিৎসাধীন থাকাবস্থায় থেকে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরে আলম এমনটাই জানা গেছে পারিবারিক ও দলীয় সূত্রে। আগামীকাল (বৃহস্পতিবার) তার কফিন ভোলা এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান।
জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরসহ নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে তার আ...