ভোলার মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ
ভোলা প্রতিনিধি ॥ দীর্ঘ অপেক্ষার পর হাসি ফুটেছে মেঘনা পাড়ের জেলেদের মুখে। নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। ইলিশ ধরাকে কেন্দ্র করে ভোলার মেঘনা নদীর গোটা উকূলীয় এলাকায় হাজার হাজার জেলে পরিবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে সামরাজ, বকশী, খেজুরগাছিয়া, ঘোষেরহাট, মাদ্রাজ, বেড়িভাঙ্গা, বেতুয়া, হাজীরহাট, ঢালচর, চরপাতিলা, কুকরি-মুকরি মৎস্য ঘাটগুলোতে ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন আড়তদারসহ মৎস্য ব্যবসায়ীরা।
মৎস্য ঘাটের ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশের আকারও বেশ বড়। এখন ৫শ’ গ্রাম সাইজের প্রতি হালি (৪টি) ইলিশের সর্বোচ্চ দাম ৫০০ থেকে ৬০০ টাকা। ১ কেজি সাইজের প্রতি হালি দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা। আর জাটকার কেজি ১৩০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দাম নাগালে থাকায় ইলিশ কিনে খুশি সাধারণ মানুষ।
সামরাজ ঘাটের আড়তদার মালেক ব্যাপারী জানান, মেঘনা নদীতে জেলেদের জালে প্রচুর...