Shadow

ভোলায় পাসের হার ৭১ দশমিক ৮৩ শতাংশ ॥ শীর্ষে ফাতেমা খানম কলেজ

ভোলা প্রতিনিধি ॥ ভোলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১.৮৩%। এ বছর জেলার ৫১টি কলেজ থেকে ৮ হাজার ১শ’ ৭৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৫ হাজার ৮শ’ ৭১ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৪শ’ ৫১ জন এবং মেয়ে ২ হাজার ৪শ’ ২০ জন। পাসের ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডে ভোলা জেলা তৃতীয় স্থান অর্জন করেছে।

এদিকে জেলায় প্রথম স্থান অধিকার করেছে বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ। রবিবার প্রকাশিত রেজাল্টে এ তথ্য জানা যায়। জেলায় এ বছর জিপিএ-৫ পেয়ে ১শ’ ২৩ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ছেলে ৫২ এবং মেয়ে ৭১ জন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে মেয়েদের চেয়ে ছেলেরা অনেক এগিয়ে রয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের কন্ট্রোলার মো: আনোয়ারুল আজিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জেলার রেজাল্টে ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ জেলায় প্রথম স্থান অধিকার করেছে। কলেজের প্রভাষক অমিতাব অপু জানান, কলেজ এ বছর ৫শ’ ৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫শ’ ৬১ জন। পাসের হার ৯৭.৪৬%। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন শিক্ষার্থী। পরীক্ষায় ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেছে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা। এছাড়াও লালমোহন উপজেলার লালমোহন মহিলা কলেজ উপজেলায় প্রথম হয়েছে। ওই কলেজের পাস হার ৬৬.৬৩%। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *