রামগতিতে গৃহবধুকে নির্যাতন
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুপবান (৩৫) নামের গৃহবধুকে নির্যাতনের ঘটনা ঘটেছে।
রুপবান চর পোড়াগাছা ইউনিয়নের নতুন বাজার এলাকার মাকছুদের স্ত্রী। গত শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টার সময় রুপবানের একটি হাঁস পার্শ^বর্তীৃ বাড়ীর বেলালের পুকুরে যাওয়াকে কেন্দ্র করে রপবানের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বেলাল তার সহযোগী রতন, দুলাল, বকুল, কুলছুম, খতিজাসহ কয়েকজন রুপবানের বাড়ীতে গিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে।
এসময় স্থানীয়রা রুপবানকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করায় তার অবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে রুপবান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রুপবানকে হাসপাতালে ভর্তি করার সময় কর্তব্যরত ডিপ্লোমা চিকিৎসক গোলাম সারোয়ার তার ভাই মিলাদের কাছ থেকে ৬০০/-(ছয় শত) ট...