কমলনগরে স্কুলছাত্রীকে পিটিয়ে উল্টো মিথ্যে মামলা দিয়ে হয়রানির : প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
কমলনগর,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীকে পিটিয়ে গুরুতর জখম করে বখাটেরা উল্টো মিথ্যা মামলা দিয়ে ওই ছাত্রীসহ পরিবারের সদস্যদের হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীসহ সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃহস্পতিবার মানববন্ধনও করেন। রেশমা আক্তার নামে হামলার শিকার ওই ছাত্রী উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী এবং চরজাঙ্গালীয়া এলাকার নুরুল আমিনের মেয়ে।
জানা যায়, গত ৪ মার্চ সকালে রেশমা আক্তার স্কুলে যাওয়ার পথে স্থানীয় আহমদ উল্যাহর বখাটে ছেলে আব্দুল খালেক, আব্দুর রহিম এবং তার ভাগিনা মনির ও তুহিন উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় বখাটেরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয় ঘটনাস্থল থেকে তিন হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন এবং রেশমাকে উদ্ধা...