কমলনগরে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক গনসচেতনতা মুলক র্যালী
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক গনসচেতনতা মুলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপজেলার হাজিরহাট ইউনিয়ন ও চর কাদিরা ইউনিয়ন শাখা এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাঙ্গন থেকে ‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’-শ্লোগানে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিপিপি’র হাজিরহাট ইউনিয়ন টিম লিডার মো. শামছুদ্দোহা খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন নিরব, হারুনুর রশিদ ডিলার, ডা: হারুনুর রশিদ, আহমদ উল্যাহ, আমজাদ হোসেন, ইউনিয়ন সিপিপি’র স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালীতে অংশ গ্রহন করে।...