নীলফামারীতে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ঝরছে তরতাজা প্রাণ!
মোঃমশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলায় অরক্ষিত লেভেল ক্রসিং কোথাও রেল ক্রসিংয়ের কারণে চিলাহাটি-সৈয়দপুরের শেষ সীমান্ত পর্যন্ত রেলপথে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। আর এতে অকালে প্রাণহানি ও পঙ্গুত্ব বরণ করছে অনেকেই। দীর্ঘদিন ধরে রেলক্রসিং এবং লেভেল ক্রসিং অরক্ষিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।
এই রেলপথে ৩০টি রেলক্রসিংয়ের মধ্যে ১২টি অরক্ষিত রয়েছে দীর্ঘদিন থেকে। গেটম্যান রয়েছে ২১টিতে। রেলক্রসিং পারাপারে ২০২২ সালের ১লা মে পর্যন্ত অকালে প্রাণ হারিয়েছে ১১ জন। এরপরেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
নিহতরা হলেন, শেফালী আক্তার (৩৮), রুমানা বেগম (৩২), মিনারা (৩৬), সাহেরবান (৩৩), আব্দুল খালেক (১৯), লিয়ন (২৪), আবু-মাসুতালহা (৫০), জাবীর (৯০), আরর্জু (১৭), সাদ বুদু মামুদ (৫৭)ও হাসিম (২৫)।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রেলপথের ক্রসিং ও লেভেল ...