তিশার নতুন লুক দেখে অবাকই হচ্ছেন সবাই
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা যেখানেই যাচ্ছেন, একটা কমন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে, ‘এতো শুকিয়েছো?’ তিশার নতুন লুক দেখে অবাকই হচ্ছেন সবাই। সঙ্গে এ কৌতুহলও প্রকাশ করছেন, কিসের জন্য ওজন কমানোর মিশনে নেমেছেন তিনি?
বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন তিনি। গত ঈদে শাকিব খানের নায়িকা হয়ে হাজির হয়েছেন সিনেমা হলের পর্দায়। যদিও ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি, তবুও ছবিতে তিশার পারফরমেন্সের প্রশংসা করেছেন অনেকেই।
তিশা জানালেন, নতুন আরও কিছু ছবির ব্যাপারে কথা চলছে। এরমধ্যে একটি যৌথ প্রযোজনার ছবিও নাকি আছে! ঈদের পরই ছবিগুলোর কাজ শুরু হয়ে যাবে। যে কারণেই ওজনের বিষয়ে বাড়তি সতর্কতা পালন করতে হচ্ছে তিশাকে। ডায়েট, এক্সারসাইজ- এসবেই ইদানিং খুব মনোযোগী তিনি।
তবে হাতে থাকা নতুন ছবিগুলোর ব্যাপারে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নন তিনি। সবকিছু চুড়ান্ত হলে জানিয়ে দেবেন বলেন আশ্বা...