ভোলার ইলিশা লঞ্চঘাটে প্রবেশ টিকিটের মূল্য বেশি রাখায় জেল-জরিমানা
ভোলা প্রতিনিধি ॥ ভোলার ইলিশা লঞ্চ ঘাটে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে। এদিকে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ইজারাদারের দুই প্রতিনিধিকে সোমবার জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাট এলাকার সাধারণ যাত্রীদের অভিযোগ, ওই লঞ্চ ঘাটের ঘাট টিকিটের মূল্য ৫ টাকা নির্ধারণ করলেও যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১০টাকা। এ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে ওই রুটে চলাচলকারী সাধারণ যাত্রী ও ভোলা জেলা ছাত্র লীগের নেতা ফাহিম খন্দকার রাকিব গত রোববার তার ফেসবুক আইডিতে ঘাট টিকিকের ছবি পোস্ট করে লিখেন দীর্ঘদিন যাবৎ ইলিশা লঞ্চঘাটে ঘাট টিকেট মূল্য ৫ টাকা লেখা থাকলেও ১০ টাকা করে নেওয়া হয়। অনেক যাত্রী অহেতুক ঝাম...