টেকসই উন্নয়নের পূর্বশর্ত নারী-পুরুষ ৫০: ৫০
দেড় শ বছরেরও বেশি আগের ইতিহাসকেন্দ্রিক একটি দিবসকে বছরান্তে বিশেষভাবে পালন করার উদ্দেশ্য হতে পারে সেই ঘটনা-সম্পৃক্ত অর্জনকে উদ্যাপন করা অথবা ঘাটতি পূরণের যথাযথ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার বাস্তবায়ন করা। ১৮৫৭ সালে আমেরিকার নারী শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনের ইতিহাসকে স্মরণ করে ১৯১০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ৮ মার্চ নারী দিবস পালিত হয়ে আসছিল। ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। এখন এই দিবসটিকে বৈশ্বিক পর্যায়ে নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের একটি তাৎপর্যপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। সেই সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে নারী-পুরুষের সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শ বাস্তবায়নে সরকার ও নাগরিক সমাজের দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করার অবকাশ সৃষ্টি করে ৮ মার্চ।
বিগত বছরে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল ‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’। সেই ধার...