লক্ষ্মীপুরে গ্রেপ্তারের পরে থানা হাজতে ব্যবসায়ী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
মোঃ আরিফ হোসেন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরে চেক সংক্রান্ত মামলায় থানায় নেওয়ার পর আবদুল কুদ্দুস (৪৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২০ এপ্রিল) রাত ১০টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসক বলছেন, স্ট্রোক করে তিনি মারা গেছেন।
এদিকে খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান। এ সময় তিনি নিহতের স্বজনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।
আবদুল কুদ্দুস সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের আবদুল্লাহ চৌধুরীর ছেলে। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড মেঘনা রোড এলাকার বাসিন্দা। মেঘনা রোড এলাকায় তার ওষুধের ফার্মেসি রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওয়ারী থানায় কুদ্দুসের বিরুদ্ধে চেক সংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে সদর থানা পুলিশ তাকে মেঘনা রোড এ...