জলঢাকার শিমুলবাড়ীতে সমাজ সেবায় এগিয়ে ইউপি সদস্য রমজান আলী।
মোঃমশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধিঃ
সমাজে এমনও হাজার হাজার মানুষ আছে,-যাদের প্রচুর অর্থ-সম্পদ রয়েছে কিন্তু নিজেকে পরার্থে বিলিয়ে দিতে নারাজ। অন্যের কল্যাণে নিজেকে নিবেদিত রাখাটা যেনতেন ব্যাপার নয়, পুরোটাই ত্যাগের।তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে রমজান আলী।অনেক ধনবান মানুষ থাকলেও গরীবকে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মতো মানুষ কিন্তু হাতে গোনা।তাদের মধ্যে তিনি একজন। তাদের বিপদে আপদে সব সময় তার অবস্থান থাকে সবার আগে।তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন যিনি ভালবাসতে জানেন তাকেই ভালবাসতে হবে।জননন্দিত এই মানুষটি মোঃরমজান আলী(৫০)পিতা মৃতঃছাব্বা মামুদ, মাতা মোছাঃ জবেদা বেগম,৭ ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট।ব্যক্তি জিবনে তিনি পাচঁ ছেলে এক কন্যা সন্তানের জনক। গ্রামের বাড়ী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঘুঘুমারী গ্রামে। তিনি পেশায় একজন ইউপি স...