Shadow

কবিতা

ভালবাসতে ইচ্ছে হয়।

ভালবাসতে ইচ্ছে হয়।

কবিতা, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
জানো তো আজ তোমাকে দেখে খুব বেশি, ভালোবাসতে ইচ্ছে করছে. তোমার মায়াভরা চোখ. লোভনীয় ঠোঁট . কেন জানি খুব কাছে যেতে ইচ্ছে করছে. খুব কাছে অনেক আছে নেবে আমায় তুমি . তোমার ভেজা শরীরের গন্ধ নিতে , মন আজ হয়েছে মাতাল. তুমি যখন স্নান করে, টাওয়াল পেচিয়ে আমার সামনে আসো. তখন তোমার খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করে তোমার ভেজা চুলগুলো যখন তুমি নাড়া দাও তখন বৃষ্টির মত ছিটকে আমার গায়ে পানির ফোটা পড়ে তখন না কেমন যেন একটা অনুভূতি হয় , আমার গায়ে একটা শিহরণ কেটে যায়. তখন মন আমার লাগামহীন ঘোড়ার মত তোমার সাথে মিশে যেতে চায় ঠিক যেমনি করে তুমি স্নান করার সময় পানির সাথে তোমার মাখামাখি হয় আনাচে-কানাচে সর্বত জায়গায় পানি তোমার স্পর্শ পায় আমিও ঠিক তেমনি করে তোমায় পেতে চাই আজ তোমায় খুব ভালবাসতে ইচ্ছে হয় ভালবাসি ভালবাসি ভালবাসি তোমার জড়িয়ে ধরে বলতে চাই ভালোবাসি... লেখক - শ...
“হৃদয়ের ছবি”

“হৃদয়ের ছবি”

অন্যান্য সংবাদ, কবিতা, শিক্ষাঙ্গন
"হৃদয়ের ছবি" ডিজাইনার জখন হয়ে যায় কবি, তার আকাতে ফুটে উঠে হৃদয়ের ছবি। লিখনিতে প্রকাশিত হয় মানবতার কথা, ভুলে যায় সকল মানুষ মনের যত ব্যাথা । হাতের ছোঁয়াতে প্রান ফিরে পায় পরে থাকা ভুমি, তার হাতের আল্পনা গুলো সত্যি হলেও, মনে হয় ভ্রম । সবার মাঝে বেছে থাকুক, মিস্টি কবি শিমু ।।। (শিমু আক্তারকে উৎসর্গ করা হল।)...
“মা আমার মা”

“মা আমার মা”

কবিতা, পিতা-মাতা, প্রেরণা, শিক্ষাঙ্গন, সারাদেশ
"মা আমার মা " মাগো তুমি কেদোনা আর কাদিলে কি হবে, যে যাবার সে চলে গেছে, থাকবেনা কেউ ভবে। বাবার কথা মনে হলে মা, ব্যাথা লাগে বুকে, তোমার আদর পাই বলে মা, মিস্টি হাসি মুখে। তোমার মুখে হাসি দেখলে, প্রান জুরিয়ে যায়, তুমি আমার মাথার মনি এই দুনিয়ায়। বাবার আদর সোহাগ মাগো, ভুলতে নাহি পাই...
প্রথম দেখায় তোমাকে।

প্রথম দেখায় তোমাকে।

কবিতা, শিক্ষাঙ্গন
প্রথম দেখায় তোমাকে --লেখক -- M.A.H. যে দিন তোমায় আমি প্রথম দেখি , সেদিন থেকে হৃদয়ের মাঝে তোমার ছবি আঁকি। কি অপরূপ তুমি ! দেখিনি আগে , যত দেখি তোমায় ততই ভালো লাগে । ভালো লাগার মাঝেও তুমি ভালো, তাইতো তোমায় আমি বেসেছি ভালো । ভালোবাসায় কোনো বিভেদ মানে না , এ মন তোমায় ছাড়া কিছু বোঝে না। কি অপরূপ ! তোমার দুটি আঁখি , অপলক নয়নে শুধুই চেয়ে থাকি । চাহনি ভরা হাসি তোমার মায়া ভরা মুখ, একবার দেখিলে যেন পাই স্বর্গের সুখ । দাওনা সাড়া প্রিয়া তুমি আমার জীবনে , ছায়া হয়ে থাকবো আমি তোমার জীবনে। অনেক আশায় বাড়িয়ে দিয়েছি হাতখানা, রিক্ত হস্তে কভু ফিরিয়ে দিও না । তোমার কাছে শুধু আমার একটাই প্রশ্ন , আমাকে এইভাবে আজীবন ভালো বাসবে তো?...

ক্যান্সার তুমি।

কবিতা, শিক্ষাঙ্গন
ক্যান্সার তুমি শিমু আক্তার ক্যান্সার তুমি। নাম শুনলেই বুকের ভিতর আতঙ্কে উঠি।অনেক গুণের অধিকারী। বিশাল তোমার ক্ষমতা । এক শহরে ঢুকে তুমি, করছো দখল রাজ্যটা। সিংহাসনে বসেই তুমি, করছো শাসন দেহটা । তোমার ভয়ে কুঁকড়ে আছে, সারা বিশ্ব দুনিয়া। তোমার সাথে যুদ্ধ করার, নেই তো কারো ক্ষমতা। যত ডিগ্রিধারী ডাক্তার, আর আছে যত বিজ্ঞানীরা। সারা দুনিয়া রিসার্চ করে, পায় না কোনো সমাধান। তোমার বংশবিস্তার করছো, নেই তো কোনো বাধা। মনের সুখে, ঘুরে বেড়াচ্ছ শিরা-উপশিরা, তোমার কাছে হেরে গিয়ে, হচ্ছে শত প্রাণের বলি!!! অবশেষে প্রমাণ হলো। তুমি ক্যান্সার জয়ী।। বারবার জয়ী হয়েছে বলে , ভেবো নাকো তুমি। একদিন তুমি ধ্বংস হবে। এই প্রত্যাশাই রাখি।...

বুকের যন্ত্রণা….

কবিতা, শিক্ষাঙ্গন
বুকের যন্ত্রণা..... শিমু আকতার জানিস আজ খুব কষ্ট হচ্ছে, বুকের ভিতর চিনচিন ব্যাথা হচ্ছে। মনে হচ্ছে দরজার পাশে দাঁড়িয়ে আছিস তুই । এই বুঝি, হাতছানি দিয়ে আমায় ডাকছিস ? আজ তোকে খুব মিস করছি । জানিনা পাশে থাকলে হয়তো এমনটা হতনা । হয়তো হতেও পারতো! এর চেয়ে ভয়ানক কিছু। দিন পেরিয়ে রাতও প্রায় শেষের দিকে।বুকের যন্ত্রণাটা কেবল বেরেই যাচ্ছে, নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে ! তুই পাশে থাকলে বলতাম হয়তো, তুই নেই, তাই লিখে গেলাম মনের সব কথা। এই লিখাগুলো যদি কখনো পড়িস। ভুল করেও দুফুটা চোখের জ্বল , যেনো না পরে খেয়াল রাখিস। তুই চলে যাওয়ার পর থেকেই, এই নিরব যন্ত্রণাটা, আমায় খুব কাদিয়েছে। কাছে ছিলি যখন তখনো জল ঝরেছিলো চোখে । বুঝতেই পারিস নি তুই, কি করে বুঝবি বল ? বৃষ্টি যে খুব প্রিয় ছিলো আমার। যখন খুব বেশি কষ্ট হতো, ছুটে যেতাম বৃষ্টির কাছে, বিলিয়ে ...
তুমি শুধুই তুমি।

তুমি শুধুই তুমি।

কবিতা, শিক্ষাঙ্গন
তুমি শুধুই তুমি অজানা লেখক তুমি শুনেছ কি কোকিলের গান? শুনেছ কি তার মিষ্টি মধুর কন্ঠ? আমি শুনেছি, শুনেছি আমি কোকিলের গান, তোমার ঐ মিষ্টি মধুর কন্ঠে। ছুঁয়েছো কি কখনো মেঘ? অনুভব করেছ কি তার নরম স্পর্শ? আমি পেয়েছি, পেয়েছি আমি নরম স্পর্শ, তোমার ঐ তুলতুলে দু,গালের ছোঁয়াতে। তুমি দেখেছ কি কখনো কালো রাত? রাতের মিশমিশে কাল অন্ধকার? আমি দেখেছি, আমি দেখেছি কালো অন্ধকার, তোমার ঐ বিষন্নতার মুখের ছাপে। তুমি পেয়েছ কি ফুলের সৌরভ, অনুভব করেছ কি ফুলের মিষ্টি গন্ধ? আমি পেয়েছি, পেয়েছি আমি ফুলের সৌরভ, তোমার ঐ ভেজা চুলের গন্ধে। আমি পেয়েছি সবই, দেখেছি সবই, শুধু তোমার ই মাঝে। আমার অনুভবে, শয়নে, স্বপনে, প্রতিটি মুহূর্তে প্রতিটি স্পর্শে, শুধুই তুমি শুধুই তুমি। ...

মেহেদি পাতা।

কবিতা, শিক্ষাঙ্গন
মেহেদি পাতা শিমু আকতার ভীষণ প্রিয় ছিল মেহেদির রং, মেহেদি পাতার গন্ধ । মনটা জুড়িয়ে যেত, যদি গাছে ফুল ফুটতো। ব্যাকুল হয়ে যেতাম আমি। ছোটবেলা রংটা একটু হালকা হয়ে গেলে , কেঁদে বুক ভাসাতাম । আবার মেহেদি গাছের পাশে গিয়ে বায়না ধরতাম। তোমার রং এত হালকা হয় কেন? আমার হাতে লেগে থাকো না কেন? কারো বিয়ে হলেই ,ছুটে যেতাম মেহেদী তলায়। রাতের আধারে মেহেদি গাছের নিচে গেলে, ফুলগুলো কেনো যেনো আমার কাছে ডাকত। তার গন্ধে মাতিয়ে তুলতে আমায়। আমি ও আমার মতো করে গন্ধ নিতাম । ছোট্ট বেলার কথা ,একদিন আমার এক বান্ধবী ছিল । সম্পর্কে সে আমার খালা মনি হত । হঠাৎ করে শুনতে পেলাম তার নাকি বিয়ে । আশেপাশে তখন কোথাও মেহেদি গাছ নেই । সবাই বললো কিরে মেহেদী পাগলী তোর মেহেদি কই? তোর খালার যে বিয়ে মেহেদি ছাড়া কি হবে? আমি বললাম কিছুক্ষণ অপেক্ষা করো । দেখতে থাকো, জাদু...
তোমার জন্য।

তোমার জন্য।

কবিতা, শিক্ষাঙ্গন
তোমার জন্য লেখক, প্রকাশক ও সম্পাদক তোমার জন্য কবিতা লিখেছি , লিখেছি কত না গান ; তোমারই জন্য আমার আমিকে করে গেছি নিষ্প্রান ; তোমার জন্য সুর, তাল , লয় চলে গেছে রসাতলে ; তোমার জন্য জীবন আবার জীবনের কথা বলে ! তোমার জন্য খাতার পাতায় প্রেমের কবিতা লিখি ! সেই তোমার তরেই হৃদয়ে আবার বিরহের ছবি আঁকি ! তোমার জন্য আকাশের মেঘে কত ছবি আঁকা দেখি ! সেই তোমার তরেই ঘন কালো মেঘে ঢেকে যায় দিনরবি ! তাই তোমার জন্য চিরকাল মোর হৃদয় রেখেছি শূন্য ! সেই তোমার তরেই জীবন রেখেছি তুমি করে দেবে পুর্ণ !...

আজো তোমার অপেক্ষায়।

কবিতা, শিক্ষাঙ্গন
আজো তোমার অপেক্ষায় শিমু আকতার কিছু গল্প ছিল এমন। কিছু কথা ছিল গোপন। কিছু আশা ছিল মনে। কিছু স্বপ্ন ছিল চোখে। কিছু ছোট্ট ছোট্ট অভিমানে, দুজন দুই প্রান্তে। কেন বলনি? আজো আছো তুমি অন্তর মাঝারে। আজও ভালোবাসি তোমাকে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে , আজ আমি বড় ক্লান্ত। কতবার ভেবেছি? এই বুঝি তুমি এসে বলবে। সব অভিমান ভেঙ্গে। চলো বদলে আগের মত করে। কতবার ভেবেছি? এই বুঝি তুমি এসে দাঁড়ালে। এই বুঝি তুমি এসে বলে , আমি না হয় বলতে পারিনি, তুমিও কি পারোনি। না হয় হত, কিছু রাগ অভিমান। না হয় হতো, কিছু ঝড় তূফাণ। যত রাগ অভিমান থাক, তা আমারি। যখন তুমি এসে নিতে বুকে জড়িয়ে , সব রাগ অভিমান যেত যে হারিয়ে....