Shadow

আটঘরিয়ায় কৃষি শুমারি গণনাকারি ও সুপারভাইজারদের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু l

ইব্রাহীম খলীল।।পাবনা জেলা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কৃষি, শস্য, মৎস্য ও প্রাণী সম্পদ শুমারি কতৃক আয়োজিত কৃষি শুমারি গণনাকারি ও সুপারভাইজারদের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে আটঘরিয়া উপজেলাস্হ পৌরসভার হল রুমে, (পি,আর,এল’রত)পরিসংখ্যান কর্মকর্তা নুরুলইসলাম এর উপস্হিতিতে তিন দিন ব্যাপী কৃষি, শস্য, মৎস্য ও প্রাণী সম্পদ শুমারি ২০১৯ প্রকল্প এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারি প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত ব্যুরো কৃষি শুমারি প্রশিক্ষণে পৌরসভার ১৩ জন এবং দেবোত্তর ইউনিয়নের২৪জন-সহ মোট ৩৭ জন পুরুষ-মহিলা প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *