Shadow

আটঘরিয়ায় লোকজনকে বাজারমুখী হতে নিরুৎসাহী করতে উপজেলা চেয়ারম্যানের ছোট্র প্রয়াস

ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধি।। প্রয়াস নিউজ :করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বাড়ি বাড়ি গিয়ে সবজি বিতরণ করছেন পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা তিনি বাংলাদেশের কনিষ্ঠতম উপজেলা চেয়ারম্যান। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সারা দেশে অঘোষিত লকডাউন চলছে। বাইরে অযথা চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হাট-বাজারও চলে নির্দিষ্ট সময় পর্যন্ত। করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। লকডাউনের শুরুর দিকে কয়েকদিন চালিয়ে নিতে পারলেও এখন জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে অনেকেরই।
মহামারির এই সময় বিশেষ করে নিম্ন মধ্যবিত্তের অবস্থা বেশি করুণ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে এতদিন সরকারি চাল, ত্রাণ বিতরণ করেছেন। আজ সোমবার থেকে নিজ উদ্যোগে বিনামূল্যে সবজি বিতরণ শুরু করেছেন। উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করে, সামাজিক দূরত্ব নিশ্চিত করে শাক-সবজি বিতরণ করছেন তানভীর ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশের সব জায়গার মতো আমার আটঘরিয়ার মানুষও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘরে থাকার জন্য বলছি, কিন্তু ঘরে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় কিছু চাহিদা পূরণ হওয়া আবশ্যক। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘সরকার বিভিন্নভাবে চাল-ডাল দিচ্ছে কিন্তু ঘরে থাকলে মানুষের আরও কিছু জিনিস যেমন কাঁচা তরকারি, সবজি এগুলো দরকার হয়। এখন এই কারণে তারা হাটমুখী হয়ে পড়ছে। আমি মানুষদের বাজারমুখী হতে নিরুৎসাহী করতে প্রতিটা ব্যক্তির বাড়ি বাড়ি কাঁচা তরকারি নিয়ে হাজির হয়েছি, যাতে এই আটঘরিয়ার মানুষ ঘরে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা লিটন বলেন,করোনাভাইরাসের কারণে হাটে-বাজারে যাওয়ার কষ্ট হচ্ছে দেখে তানভীর ভাই আমাদের বাড়ি বাড়ি সবজি-তরকারি পৌঁছে দিচ্ছেন। ওই এলাকার এক নারী বলেন, ‘করোনার কারণে কেউ বাজারে যেতে পারছে না, তাই আমাদের উপজেলা চেয়ারম্যান বাড়ি বাড়ি এসে কাঁচা তরকারি দিয়ে যাচ্ছেন। এতে আমরা খুব উপকার পাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *