Shadow

আটঘরিয়ায় সাবেক ভূমিমন্ত্রী পুত্র গালিবের খাদ্যসামগ্রী বিতরণ

ইব্রাহীম খলীল,পাবনা জেলা প্রতিনিধি।। প্রয়াস নিউজ: পাবনার আটঘরিয়ায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে খাদ্য সংকটে পরেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। আর এসব মানুষের খাদ্য সংকট থেকে কাটিয়ে তুলতে সদ্য প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি’র পরিবার তার নির্বাচনী এলাকা আটঘরিয়া উপজেলায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজ শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে এসকল খাদ্যসামগ্রী বিতরণ হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবন, পেয়াজ ও সাবান রয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কালে সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। আর এই সংকট কালীন সময়ে দেশের বিত্তবান লোকদের অসহায় মানুষ পাশে দাড়ানোর কথাও বলা হয়। এ সময় আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরর্দী উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী পুত্র গালিবুর রহমান শরীফ, একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল সরদার, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল মাষ্টার, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। খাদ্য বিতরণ কালে সাবেক ভূমিমন্ত্রী পুত্র গালিবুর রহমান শরীফ বলেন, আমার বাবা প্রয়াত শামসুর রহমান শরীফ এমপি তার নির্বাচনী এলাকার তৃর্ণমুল মানুষের সুখে দুখে পাশে থাকতেন।
ধনী-গরীব সবাইকে এক চোখে দেখতেন। আজ তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তাই তার পরিবারের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকায় আমি এই বিপদের মূহুর্তে সামান্য কিছু উপহার দিলাম। তিনি বলেন, সারা বিশ্বের বাংলাদেশেও মহামারী করোনা ভাইরাস সংক্রামনে মানুষ কর্মক্ষম হয়ে পরেছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। এই অবস্থাতে তার সুযোগ্য উত্তরসূরী হিসেবে আমি আপনাদের পাশে সব সময় আছি। তিনি আরো বলেন, এই সংকট কালীন সময়ে সকল বিত্তবানদের একসাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *