Shadow

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোটা পাবনা জেলার আইসোলুশন কেন্দ্র করতে নারাজ এলাকাবাসী

ইব্রাহীম খলীল,পাবনা জেলা প্রতিনিধি।। প্রয়াস নিউজ : আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোটা পাবনা জেলার আইসোলুশন কেন্দ্র করতে নারাজ এলাকাবাসী। ৫০ শয্যা বিশিষ্ট আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাগজ কলমে থাকলেও ৩১ শয্যা বিকশিষ্ট হিসেবে চলছে। ১৬-০৪- ২০২০ ইং তারিখে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে উঠে আসে গোটা পাবনা জেলা করোনা রোগীদের আইসোলুশন, করেন্টাইন কেন্দ্র করার কথা। ডাঃ মো: মকবুল হোসেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তিনি দৈনিক প্রয়াস নিউজ পত্রিকাকে জানান,আইসোলুশন কেন্দ্র করতে হলে পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থা থাকতে হবে। কিন্তু এখানে তিনটা অক্সিজেনের মধ্যে একটা ওয়ার্ডে, একটা ইমাজেন্সিতে ও অন্যটি অ্যাম্বুলেন্সে ব্যবহার করা হয়। এছাড়াও আইসোলুশন কেন্দ্র করতে হলে এখানে আইসিইউ এর ব্যবস্থা এবং মেডিসিন বিশেষজ্ঞ থাকতে হবে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে এর কোনটাই নেই। এখানে জনবল আসন সংখ্যাও কম। ৬ জন ওয়ার্ড বয়ের জায়গায় একজন কে অতিরিক্ত টাকা দিয়ে চালানো হচ্ছে। এসিএমও ৬ জনের জায়গায় ৪ জন। ছাড়াও মেডিকেল অফিসার ২২জনের জায়গায় ৬ জন বহাল আছে। অর্ধেকের বেশি চিকিৎসক ও অর্ধেক কর্মচারীর পদ শুন্য। ফলে চিকিৎসা সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দূর দুরান্ত থেকে শতশত রোগী এখানকার বহিবির্ভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু চিকিৎসক স্বল্পতার কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগের শিকার হতে হয়। ৩১ শয্যা আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হয়েছে ৪/৫ বছর পূর্বে। দৃষ্টিনন্দন ভবন তৈরী হলেও চিকিৎসা মানের উন্নতি ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *