Shadow

আলীকদম  পাহাড়ীঞ্চল হতে অবৈধ পথে পাঁচার হচ্ছে বিরল প্রজাতীর  কচ্ছপ ।

চাইথোয়াইমং মারমা রৌদ্র, বান্দরবান, জেলা প্রতিনিধি :  আলীকদম  উপজেলায়  ছাত্রবাসের ভেতরে খাঁচায়  বন্দি অবস্থায়রত দেখা যায় । পার্বত্য চট্রগ্রামের পাহাড়ীঞ্চলে থাকা বিরল প্রজাতি জাত ৮টি কচ্ছপ । ছাত্রবাসের থাকার কিছু ছাত্ররা বলেন।এই কচ্ছপ গুলি অবৈধ পথে পাহাড়ী জাতের বিরল প্রজাতি কচ্ছপ বিভিন্ন দুর্গম এলাকার সীমান্তেবর্তী বার্মা মায়ানমার ও বালাদেশের থানছি শেষ সীমানায় ম্রো জনগোষ্ঠী সম্প্রদায় হতদরিদ্র ও অশিক্ষিত পাড়া লিক্রে পাইন ঝিড়ি নামক স্থান হতে ম্রোদের কে কিছু অর্থ লোপ লালুসা টাকা বিনিময়  দেখিয়ে বিরল পাহাড়ী জাত কচ্ছপ সংগ্রহ করতে বলা হল।ঢাকাস্থ বাসিন্দা জনাব,মো:শাহরিয়া সিজার রহমান বিভিন্ন সেন্ডিকেট মধ্যে দিয়ে কলা কৌশল ভাবে ম্রোদেরকে ফাঁকি দিয়ে অবধৈ ভাবে দীর্ঘদিন ধরে পাচার করে যাচ্ছে। এলাকা  হতে বনজ প্রাণী পাশাপাশি অন্যন্য বনজ সম্পদ ও বিভিন্ন প্রকৃতির সম্পদ রক্ষায় পাচার রোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।এ ঘটণাটি জানতে পেরে আলীকদম পুলিশ তাদের সকলকে আটক করে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *