Shadow

আলেকজান্ডার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত l

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে উত্তেজনা ও উৎকন্ঠা মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আলেকজান্ডার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০১৯ ।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়ে বেলা ১ টায় শেষ হয়।
জানা যায়, ভোটের দিন বিভিন্ন সময়ে নানান উত্তেজনার সৃষ্টি হয়। নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের মাঝে দলীয় প্রভাব পড়ে। এতে করে ছাত্রদের মধ্যে সরকার দল ও বিরোধী দলের প্যানেল তৈরি হয়। সারাদিন উত্তেজনাকার পরিস্থিতি থাকলেও শেষ পর্যন্ত উল্লেখযোগ্য কোন অঘটন ঘটেনি।
স্কুল সূত্রে জানা যায়, ভোটে সিইসির দায়িত্বে ছিলেন ১০ ম শ্রেণীর ছাত্র মাসুম রহমান ও ইসির দায়িত্বে ছিলেন একই শ্রেণীর সুস্ময় বণিক। শৃংখলা রক্ষায় পুলিশ নিয়োজিত ছিলো। ভোট গণনার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সর্বোচ্ছ ভোট পেয়ে কেবিনেট সদস্য নির্বাচিত হয়ে ১ম স্থান দখল করে ১০ ম শ্রেণীর আবছার উদ্দিন, ২য় স্থান পায় ৯ম শ্রেণীর আবদুল আহাদ, ৩য় স্থান পায় ৮ম শ্রেণীর পায়েল, ৪র্থ একই ক্লাসের ওমফারুক সিয়াম, ৫ম স্থানে ১০ম শ্রেণীর সজিব রনি, ৬ষ্ঠ স্থানে ৯ম শ্রেণীর ইয়াছিন আরাফাত, ৭ম স্থানে ৮ম শ্রেণীর অজয় দাস, ৮ম স্থানে ৬ষ্ঠ শ্রেণীর নুরুল আলম জীবন নির্বাচিত হয়।
সার্বিক তত্বাবধানে থাকা স্কুলের সিনিয়র শিক্ষক বদরূল আলম জানান, নির্বাচন নিয়ে অনেক শংকা ছিলো অবশেষে উৎসাহ আনন্দের মধ্য দিয়ে ভোট সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *