Shadow

আলোচিত সেই ফেসবুকে ইসলাম অবমাননাকারী জলঢাকায় গ্রেফতার।

জলঢাকা, নীলফামারি : আলোচিত সেই ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকারী ও বিশ্বনবী হযরত মুহাম্মাদ ( সাঃ ) কে নিয়ে নিজের টাইমলাইনে স্ট্যাটার্স প্রদানকারী অভিযুক্ত টিটু রায়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৪ই নভেম্বর মঙ্গলবার ভোরে নীলফামারী জেলার জলঢাকা উপজেলাধীন গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা নামক গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছেন রংপুর বিভাগীয় থানা পুলিশের একটি চৌকশ ফোর্স। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামে বাসিন্দা বৈকান্ত চন্দ্র রায়ের পুত্র কৈলাশ চন্দ্র রায়ের বাসায় অত্যান্ত গোপনে আশ্রয় নেয়। স্থানীয়দের দাবী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কবল থেকে রক্ষা পেতেই অতি গোপনে এই গ্রামে এসে আশ্রয় গ্রহন করেছে টিটু রায়। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি মুঠো ফোনে জানান মঙ্গলবার ফজরের আযানের সময় চারটি পুলিশের গাড়ি বহর এই গ্রামে প্রবেশ করে এবং আসামী টিটু রায়কে গ্রেফতার করে নিয়ে যায়। সম্ভাবত গোপন সংবাদের ভিত্তিতেই পুলিশ ফোর্স নিশ্চিত ছিলো। উত্তরঞ্চলে বর্তমান আলোরন সৃষ্টিকারী ও ধর্ম অবমাননাকারী টিটু রায়কে বিভাগীয় পুলিশ গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জলঢাকা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোস্তাফিজার রহমান। উল্ল্যেখ যে – পাগলাপীরের টিটু রায় নিজের ফেসবুক আইডিতে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ তুলে গত ১০ই নভেম্বর শুক্রবার জুম্মার সালাত আদায়ের পর রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুর পাড়া গ্রামের সনাতন সম্প্রদায়ের বাড়িতে আগুন দিয়ে ও হামলা চালিয়ে ৮টি পরিবারের বাড়িঘরে অগ্নীকান্ড ঘটায় বিক্ষোভরত্ব প্রতিবাদকারীরা। উক্ত ঘটনায় ১ ব্যক্তি নিহত ও পুলিশসহ প্রায় ২০ জনের মত আহতের স্বীকার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *