Shadow

ঈশ্বরদীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত l

পাবনা জেলা প্রতিনিধি : ঈশ্বরর্দীতে (শনিবার, ১৪ এপ্রিল )১৪২৫ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা,
বৈশাখী গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসব। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসকল কর্মসূচি পালিত হয়েছে। সকালে ঈশ্বরদী খাইরুজ্জামান বাবু বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিণার প্রাঙ্গণে বৈশাখী গানের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে শোভাযাত্রার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু।শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়নে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক,
শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকাল নয়টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও
পান্তা উৎসব।

বাংলা নববর্ষ-১৪২৫ কে স্বাগত জানিয়ে সকাল ৯টায় ঈশ্বরদী সরকারি কলেজ, যুগান্তর স্বজন সমাবেশ ও নিউ এরা ফাউন্ডেশন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এছাড়া পাকশী পশ্চিম অঞ্চল রেলওয়ে অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *