Shadow

কবিতা “ভুল” কামরুন্নাহার বর্ষা।

ভুল
কামরুন্নাহার বর্ষা
_______________________
যেখানে তাকে ক্ষমার অযোগ্য বলা হয়
সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়াটাই
যেন নিত্য নতুন কারসাজি !
তবুও ভুলে ভুলে কেটে যায় কত বেলা,
আমার সকাল আমার বিকেল
সব কিছুতেই যেন অবহেলা টুকু থেকেই যায়।

কিন্তু সেটা শুধুই অভিমান অভিনয়ের ,
আর সেখানে নিত্যদিনের অভিনেতা আমারি মতো কোন এক সংলাপের ,
সেখানে আপনি ভুল তো ভালো
কিন্তু অন্য কারো ভুলগুলো যেন আকাশ কুসুম ।

জীবনের একটা অংশে এসে কেউ কখনোই বলতে পারবে না,
এই সত্যিটা যে আমি ভুল নই
কারণ আমিও ভুল যেখানে মানুষ মাত্রই ভুল
সেখান থেকে তাকে অস্বীকারও করা যায় না !
সেটা হোক আমার ক্ষেত্রে না হয় আপনার ‌।
যেটা আপনার রুটিন মাফিক হয়
সেটা হয়তো বা আপনার নিয়মে বাহিরে ,
তবুও ভুল মানুষ মাত্রই ভুল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *