Shadow

কমলনগরে ইসলামী ব্যাংকের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব ডেক্স : লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী ব্যাংক লিমিটেডের  ফাইন্যান্সিয়াল এক্সিল্যান্স ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেই চলবে ৭ জুলাই থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত।

এ উপলক্ষ্যে বরিবার (৭জুলাই) বিকেলে ইসলামী ব্যাংক লিমিটেড এর এসিস্ট্রান ভাইস-প্রেসিডেন্ট (এভিপি) ও হাজির হাট  ব্রাঞ্চ প্রধান মো. ছানা উল্লাহ উপজেলায় কর্মরত    সাংবাদিকের সাথে  মতবিনিময় সভার আয়োজন করেন।

এ সময় কোম্পানির এভিপি মো. ছানা উল্লাহর পদোন্নতিতে ফুলেল শুভেচ্ছা জানায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ । এবং  ব্যাংকের পক্ষ থেকেও সকল সাংবাদিকদের ফুল দিয়ে বরণ জানান তিনি ।

মতবিনিময় এ সময় উপস্থিত ছিলেন, হাজিরহাট শাখার প্রিন্সিপাল অফিসার আজাদ উদ্দিন ও সিনিয়র অফিসার ইসমাইল হোসেন মেহেদী, সাংবাদিক -প্রেস ক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান, সম্পাদক ওয়াজী উল্লাহ জুয়েল, ইত্তেফাক প্রতিনিধি এমএ মজিদ, লক্ষ্মীপুর24 সম্পাদক, সানা উল্লাহ সানু, নয়াদিগন্ত প্রতিনিধি বেলাল হোসেন জুয়েল, বাংলাদেশ জার্নাল রামগতি-কমলনগর প্রতিনিধি, আমজাদ হোসেন আমু, দিনকাল প্রতিনিধি, মোখলেছুর রহমান ধনু, ইসমাইল হোসেন বিপ্লব, জুনাইদ আল হাবিব, মো. নূর নবী, এআই তারেক, মো. বাবলু বাংলা প্রমুখ।

এ সময় বক্তব্যে প্রেসক্লাব সভাপতি, সাজ্জাদুর রহমান বলেন, দেশের প্রচলিত ব্যাংকিং খাতে গ্রাহক সেবায় ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার সেবা অনেক প্রশংসনীয়। ইতিমধ্যে এ শাখার সুনাম সব দিকে ছড়িয়ে পড়েছে এবং গ্রাহকরাও ইসলামী ব্যাংকের দিকে ঝুঁকছেন। আশাকরি, সেবার মান আরো বাড়িয়ে ইসলামী ব্যাংক সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।

কোম্পানির এভিপি মো. ছানা উল্লাহ বলেন, ব্যাংকিং ক্ষেত্রে ইসলামী ব্যাংক সকল সুবিধা গ্রাহকদের জন্য সু-নিশ্চিত করবে। এছাড়াও আগামীতে গ্রাহকদের চাহিদা মত সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। পরিশেষে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রয়াস নিউজ / টি2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *