Shadow

কমলনগরে চাকরি জাতীয়করণের দাবীতে শিক্ষকদের সভাবেশ ও মানববন্ধন

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: চাকরি জাতীয়করণের দাবীতে সভাবেশ, মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেছেন লক্ষ্মীপুরের কমলনগরে মাধ্যমিক স্তরের সকল স্কুল-মাদ্রাসার শিক্ষকরা।

রোববার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও কমলনগর শিক্ষক পরিষদ (মাদ্রাসা) ঘন্টা ব্যাপি এ কর্মসূচীর পালন করেছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি একেএম জায়েদ বিল্লাাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলনগর শিক্ষক পরিষদের (মাদ্রাসা) সভাপতি ওয়াজি উল্যাহ জুয়েল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক শাখাওয়াত হোসেন, মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক আবদুস সহিদ, কালকিনি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, চৌধুরীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ, শহীদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন ও লরেন্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ। সঞ্চালনা করেন চর বসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক। সমাবেশ ও মানববন্ধনে উপজেলার সকল বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তি ও মাধ্যমিক স্তরের সকল প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। পরে শিক্ষক নেতারা কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *